ব্রেক আওয়ারের হঠাৎ আসা বৃষ্টি,
স্মৃতির সঙ্গে একলা বন্দি স্কুলে,
টিনের শেডে হঠাৎ গেলো দৃষ্টি,
তোমায় দেখতে পেলাম অল্প ভেজা চুলে!

ভিতর থেকে উঠলো কবি ডেকে,
ঘুমিয়েছিলো হাতের কলম রেখে!

আমার অল্প পাকা চুল,
আমার ঘুন ধরা মাস্তুল,
হারিয়ে গেছি নিজেরই পথের বাঁকে,
শুধু হঠাৎ বৃষ্টি চিনিয়ে দিলো আমার আথেনাকে!

তোমার স্বচ্ছ ভেজা জামা,
বলে দুষ্ট নজর থামা,
তবু চোরের মতো ঝুঁকে,
দৃশ্য নিচ্ছি টুকে,
আমায় আটকে রাখে পাহাড় ফাইল ফ্রেমে,
বান্ধবীকে বললে,"কেউ পড়তে পারে প্রেমে"।।

আমি উথলে উঠি সুখে,
আমার চায়ের গ্লাস মুখে,
কি যে ঘটছে সর্বনাশ,
আমি পাচ্ছি তার আভাস,
তবু নতুন কিছু ঘটার অপেক্ষায়,
আমার মাঝবয়সী নৌকা ভেসে যায়!





0 comments:

Post a Comment

 
Top